৬০০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী শেখ মাহবুব


স্টাফ রিপোর্টার: বরিশালে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শেখ মাহবুব (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ মাহবুব সাতক্ষীরার শ্যামনগরের মৃত শেখ আহাদুল্লাহর ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি স্পেশাল টিম মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার মাছ বাজারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় শেখ মাহবুব এর নিজ হেফাজতে থাকা ৬০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক শেখ মাহবুব এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।