কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা


স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ চার দফা দাবিতে বরিশালে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে ম্যাটস শিক্ষার্থীরা।

বরিশালটুডে ডেস্ক: বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বরিশালের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের চার দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ পুনর্বহালসহ অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ ও বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের আন্দোলনে সুধী সমাজ একাত্মতা পোষণ করলেও মেলেনি কোনো সমাধান। দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বরিশালের সব ম্যাটস শিক্ষার্থী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিও প্রদান করেছে।