বরিশালটুডে ডেস্ক: বরিশালে দশ দিন ব্যাপী উদোক্তা মেলা ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় প্রজ্ঞা ফাউন্ডেশনের আয়োজনে নগরীর সিএন্ডবি রোড প্যাবিলন কনভেনশন হলে মেলা উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
প্রজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, উন্নয়ন সংগঠক কাজী এনায়েত হোসেন শিবলু, নাসিব বরিশাল জেলা সদস্য সচিব সালেহীন সানী।
মেলায় ২ টি প্যাভেলিয়নে ১২ টি স্টল স্থান পেয়েছে। ১০ দিন পর্যন্ত মেলায় বিভিন্ন সভা সেমিনার, পণ্য পদর্শণী, ব্যান্ডিং ও বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মেলার সমাপ্তি হবে ১৬ অক্টোবর এ দশদিন বিকেল সকাল ১০ থেকে সন্ধা ৯ টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।