বরিশালটুডে ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা হওয়া নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উল্লাসের।
আজ রোববার সকাল সাড়ে ১১ টায় রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
যানা গেছে, বরিশাল সদর আসনের বর্তমান সাংসদ কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীমের বিগত নির্বাচনে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
নামপ্রকাশে অনইচ্ছুক নগর আওয়ামীলীগের এক নেতা জানান, বিগত ১৫ বছর আমাদের দল ক্ষমতায়। কিন্তু সবচেয়ে বেশি অবহেলায় ছিলো সদর উপজেলার ১০টি ইউনিয়নের তৃর্ণমূল আওয়ামীলীগের কর্মীরা।
এখানে আওয়ামীলীগের সংসদ সদস্য থাকার পরেও আমরা তেমন কোন কিছুই পাই নাই। তাই আমরা সাদিক আবদুল্লাহর পক্ষে নেমেছি। এদিকে মনোনয়ন বৈধ ঘোষনার পরেই সাদিক অনুসারীরা উল্লাস করেন নেতাকর্মীরা।
এ সময় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজি নাইমুল হোসেন লিটু, বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন,শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ নেতা এস এম জাকির হোসেন সহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সকলের ভালোবাসায় আসন্ন নির্বাচনে সাদিক আব্দুল্লাহ বিপুল বিজয়ী হবেন বলে মনে করছেন তারা।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নাইমুল হোসেন্দী লিটু বলেন, নির্বাচনে আমরা কোন সংঘাত চাই না, চর দখলের মত করে ভোট কেন্দ্র দখল করতে আমরা চাই না, ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার মধ্য দিয়ে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবেন