স্টাফ রিপোর্টার: বরিশালে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত পৌণে ১২ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন আবাসিক হোটেল ‘প্রেসিডেন্ট’র তৃতীয় তলার ৩০১ নং কক্ষে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পটুয়াখালীর মহিপুর থানাধীন বিপিনপুরের নুরুল আমিনের ছেলে মোঃ নাইম (২৫), চট্রগ্রামের উত্তর সরাইপাড়ার আবু তাহেরের ছেলে মোঃ তারিকুল ইসলাম শাওন (২৯)।
পুলিশ জানায়- শুক্রবার রাত পৌণে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার এসআই রেজাউল ইসলাম রেজা, এএসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন আবাসিক হোটেল ‘প্রেসিডেন্ট’র তৃতীয় তলার ৩০১ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন- আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।