বরিশাল মেডিকেলের বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতিতে


স্টাফ রিপোর্টার : পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মশিউল মুনীর।

তিনি জানান, পাঁচ দফা দাবিতে সারাদেশের সঙ্গে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। তবে হাসপাতালের জরুরি বিভাগ এবং ওটিসহ অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু আছে।

এদিকে বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ ঘুরে দেখা দেছে, সকালে বহির্বিভাগের টিকেট পাওয়ায় রোগীরা চিকিৎসকের জন্য কক্ষগুলোর সামনে ও নিচতলার বারান্দায় দাঁড়িয়ে বসে অপেক্ষা করছেন।

এদিকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, হাসপাতালের বহির্বিভাগে ১৪ বিশেষজ্ঞ চিকিৎসা দেন। প্রতিদিন অন্তত তিন হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শেবাচিমে পিরোজপুর থেকে চিকিৎসা নিতে আসা আবঃ আজাদ বলেন, আমি সকাল ৯ টা থেকে টিকিটের জন্য দাড়িশে আছি। বেলা ১১টা বাজে এখন পর্যন্ত না টিকিট পেলাম, না ডাক্তারের দেখা পেলাম। অনেকেই ফিরে গেছেন, আবার অনেকে বসে আছেন যদি শেষ সময়েও চিকিৎসক দেখাতে পারেন সেই চিন্তায়। কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি ডেকে কোথায় আছেন তা কেউ বলছেন না।

আরেক রোগীর স্বজন লামিয়া আক্তার জানান, আমি আমার বড় ভাই কে দেখাতে আসছি কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট পেলাম না বা ডাক্তারও চেম্বারে নেই। শেরে ই বাংলার মত হাসপাতালে এমন ভাবে ডাক্তার দ্বারা রোগী ভোগান্তির শিকার হবে তা আমাদের চিন্তার বাহিরে। আমাদের সেবা সঠিক ভাবে দেন, নয় তো হাসপাতাল বন্ধ রাখেন। দূর দুরন্ত থেকে রোগী এসে ফিরে যাচ্ছে। তাদের মানুষ হিসেবে একটু গণ্য করা উচিত।

এ বিষয় উপ পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, আমি সত্যি বলতে পেপার পত্রিকায় জানতে পেরেছি যে দেশের বিভিন্ন স্থানে ডাক্তাররা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে। কিন্তু আমাদের মেডিকেল কলেজ ডাক্তাররা তা পালন করছে কিনা আমার জানা নেই। আমি ইন্টার্ন ও আউটডোর ডাক্তারদের সাথে সকালে কথা বলেছি। তারা আলোচনা করতেছে তবে আমার পক্ষ থেকে তাদের রোগীর কাংখিত সেবা ও সার্বিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার জানান, আজ আমাদের পাঁচ দফা দাবির উপর বিচার বিশ্লেষণ করে আদালতে রায় দেবার কথা রয়েছে। এতে আদালতের রায় এমবিবিএস/ বিডিএস ডিগ্রিধারী ডাক্তারদের পক্ষে আসলে কর্মবিরতি থেকে সরে আসা হবে বলে জানান তিনি।