স্টাফ রিপোর্টার ঃ বরিশালে নার্সিং কলেজ, বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী কর্তৃক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে এমন অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার সম্মুখে রেজিস্ট্রার নার্স, পোস্ট বেসিক ইন নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ছাত্র -ছাত্রদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নার্সিং ছাত্র -ছাত্রীরা বলেন, গত ১২ মে নার্সিং ও মিডওয়াইফারি কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কলেজের একাডেমিক ভবনে তালা প্রদান করে সরকারী কাজে বাধা সৃষ্টি করেছে ছাত্র’রা। এমনকি শিক্ষকদের অপমান, পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্র-ছাত্রীদের লাঞ্চিত করা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করছি। আমাদের মাঝে বৈষম্য সৃষ্টির জন্য এই ছাত্র -ছাত্রীরা বিভিন্ন অযৌক্তিক দাবি জানিয়ে কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা (বিএসসি ছাত্ররা) আন্দোলনের সময় শিক্ষকদের প্রতি অশালিন, কুরুচীপূর্ন শ্লোগান দিয়ে স্যোসাল মিডিয়ায় মিথ্যা তথ্য উপাস্থাপন করে শিক্ষকদের বদলীর দাবীতুলে এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্র-ছাত্রীদের কলেজে আর ক্লাশ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে। আমরা এর প্রতিকার চাই ও আমাদের শিক্ষকদের সাথে যে অসদাচরণ করা হয়েছে তার বিচার চাই।
নার্সিং কলেজ শিক্ষকরা এ বিষয় বলেন, গত ১২ মে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের মাঝে সরকার একটি বৈষম্য মূলক আচরণ করা হয়েছে। আমাদের