এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ


বরিশালটুডে ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।

পরীক্ষা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে, এসএসসি কেন্দ্র ও আশপাশে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য জারিকৃত এ গণবিজ্ঞপ্তি আগামী ১৫ ফেব্রুয়ারি হতে ১৪ মার্চ পর্যন্ত পরীক্ষা চলাকালীন দিন ও সময়ের জন্য কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেছেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যক। ২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০, ৩১, ও ৩৪ ধারার ক্ষমতাবলে, পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকার ২০টি এসএসসি, ৪টি দাখিল ও দুটি এসএসসি/দাখিলসহ (ভোকেশনাল) ২৬টি কেন্দ্র ও তার আশপাশের এলাকার দুইশো গজ পরিধির মধ্যে যেকোনো ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ।

একইসাথে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জনস্বার্থে এ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচারের জন্য বিশেষ অনুরোধও করেছেন পুলিশ কমিশনার জিহাদুল কবির।