বাই সাইকেল প্রতীকের নির্বাচনী সভায় বক্তারা মাদক বিক্রির টাকা ছড়িয়ে এলাকার যুব সমাজকে বিনষ্টকারীদের প্রতিহত করা হবে

বরিশাল অফিস
ভা-ারিয়া পৌরসভা নির্বাচনে গতকাল রবিবার দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন কলেমা চত্ত্বরে জাতীয় পার্টি জেপি’র বাই সাইকেল প্রতীকের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির জেপি’র সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাতিত্বে বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি খান মো. রুস্তুম আলী বলেন, মাদক বিক্রির টাকা ছড়িয়ে এলাকার যুব সমাজকে বিনষ্টকারীদের প্রতিহত করা হবে। তিনি বলেন ভা-ারিয়ার শান্তি বিনষ্টকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে। এলাকার উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক এর পাশাপাশি মাদক বিক্রির টাকা ছড়িয়ে দেয়া হচ্ছে। যার প্রভাবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে প্রচার-প্রচারনার নামে এলাকার নারী ও যুবকদের হাতে কালো টাকা ছড়িয়ে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে। ইশতেহারের নামে ক্ষমতাসীন দলের প্রার্থী আচরণ বিধি লংঘন করে নানান প্রলোভন দিচ্ছেন। তাদের ইশতেহারে পৌর কর মওকুফ সহ নানান প্রলোভন দেখানো হচ্ছে। অথচ এলাকার মানুষের ভোগান্তি লাঘবে পৌর কর কমানো সহ ইজারাদারদের জিম্মি দশা থেকে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি নানান ভূমিকা রেখেছেন যা প্রমানিত। তাই ভা-ারিয়া সহ পাশর্^বর্তী এলাকায় বিভিন্ন ঠিকাদারী কাজ নিয়ে তাতে অনিয়ম-দুর্নীতিকারীদের জবাব ভা-ারিয়াবাসী পৌরসভা নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিবে বলেও বক্তারা বলেন। সভা অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেপি’র পৌর সভাপতি আহসানুল কিবরিয়া ফরিদ, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশীদ, ভিটাবাড়িয়া ইউপি’র সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মাস্টার। বক্তারা পৌরসভা নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোটকে প্রভাবিত করার অভিযোগ এনে বলেন এলাকায় বহিরাগত নারী ও সন্ত্রাসীদের এনে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। বক্তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকার প্রধান সহ প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রীয় শীর্ষ পদস্থরা যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ভা-ারিয়ায় ক্ষমতাসীন দলের কিছু বিপদগামী নেতা-কর্মীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বহারা দলের সাজাপ্রাপ্তদের ও চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে এনে ভোটকে প্রভাবিত করার অপচেষ্টা লিপ্ত হচ্ছে। যা ভা-ারিয়াবাসী ইতিমধ্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। বক্তারা বলেন জাতীয় পার্টি জেপি’র বাই সাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম ইতিপূর্বে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কোথাও তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতি নাই। যারা পৌরসভার টাকা আত্মসাত করেছে এবং হিসাব মিলাতে পারেনি তারা দীর্ঘদিন নির্বাচন বন্ধ রাখার পাঁয়তারায় লিপ্ত ছিলো। সকল ষড়যন্ত্র উপেক্ষা পৌরসভা নির্বাচন হওয়ায় তারা পাগলের প্রলাপ বকছেন। সবকিছুতে ব্যর্থ হয়ে পাশর্^বর্তী জেলা-উপজেলা থেকে নারী-পুরুষ ভাড়া করে এনে তাদের লোকবল দেখানো নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। ভা-ারিয়াকে কোনো মাদক বিক্রেতার হাতে তুলে দেয়া যাবে না উল্লেখ করে বক্তারা বাই সাইকেলকে বিজয়ী করার ঘোষনা দেন। বাই সাইকেল প্রতীকের মেয়র প্রার্থীর এ সভায় এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও বিপুল সংখ্যক নারী ভোটারগণ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভা-ারিয়া জেপি’র সহ-সভাপতি ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, জেপি’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মনির সরদার, জেপি’র ভিটাবাড়িয়া ইউপি সভাপতি রেজা আহম্মেদ দুলাল, কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন আহাদ মিয়া প্রমুখ।