ভোলায় ডাকাত সন্দেহে আটক ৬ জনের মুক্তির দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার:বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলাধীন ১৪নং শ্রীপুর ইউনিয়ন তেতুলিয়ান নদীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের হাতে ডাকাত সন্দেহে আটক হওয়া ছয় জনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় টাউন হল চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়ন তেতুলিয়ান নদীতে শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়া উদ্দেশ্যে আনোয়ার মাঝি যাত্রীবাহী খেওয়ার টলারে যাওয়ার সময় মাঝ নদীতে মঙ্গলবার রাত ১০টায় ভোলার জলদস্যু টলারটি ডাকাতি হয়। এসময় নদীতে থাকা নাইট টহলরত কোস্ট গার্ড (ভোলা দক্ষিন) ও গ্রাম বাসি হই/হুল্লা শুনে এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। কিন্তু ডাকাত সন্দেহে তখন নিরীহ যাত্রীদেরকে ধরে নিয়ে যায় ও নৌ-বাহিনী, কোস্ট গার্ড।

এ বিষয় একটি মামলা হয় যার আসমীরা হলেন, ১। মোঃ মামুন মোল্লা, পিতাঃ মৃত মোঃ শাহজাহান মোল্লা, ২। পান্নু মোল্লা, পিতাঃ মৃত মোঃ ইসমাইল মোল্লা, ৩। মোঃ নাজমুল হাওলাদার, পিতাঃ মৃত মোঃ মুজাম্মেল হাওলাদার, ৪। মোঃ জুয়েল শেখ, পিতাঃ মৃত মোঃ নুরনবি শেখ, ৫। মোঃ আনোয়ার হোসেন, ৬। অজ্ঞতনামা।

বক্তারা দাবি করেন, আটককৃতরা সকলেই জেলে ও দিন আনে দিন খায়। তাদের কে ডাকাত সন্দেহে কোস্ট গার্ড ধরে নিয়ে যায়। আমরা তাদেরকে নিজস্বর্থে মুক্তির দাবি করছি। আমাদের বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলাধীন ১৪নং শ্রীপুর ইউনিয়ন তেতুলিয়ান নদীতে আটক হওয়া আমাদের এলাকার নিরহ জেলে ও খেটে খাওয়া এলাকাবাসির মুক্তির দাবি করছি।