তীব্র তাপদাহে বরিশালে তীষ্ণার্ত মানুষদের পানি পান করান বিভিন্ন সংগঠন


স্টাফ রিপোর্টার: তীব্র এ গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন নগরবাসীর মাঝে খাবারের বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে
হাজির হয়েছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। নগরীর বিভিন্ন পয়েন্টে দিনমজুর,
খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন
এমনকি ট্যাং খাওয়াচ্ছেন তারা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর সদর রোডের অশ্বিনী
কুমার হল চত্ত্বরে বিশুদ্ধ পানি সরবারহের আয়োজন করে বিডি ক্লিন বরিশাল, এ্যাপেক্স ফার্মা
লি:, শ্রমিক ফেডারেশন ও বরিশাল সিটি করপোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন
সেরনিয়াবাত) এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি পান করান। এছাড়াও গরমের
তীব্রতা কমাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে পানি ছিটাচ্ছে বিসিসি।

বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত ৩৭ দশমিক ০৭
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার ছিল ৩৮ দশমিক ০১
ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে শ্রমজীবীসহ রাস্তায় বের হওয়া মানুষদের একটু স্বস্তি
দিতে বিভিন্ন সংগঠন বিশুদ্ধ পানি পান করাতে দেখা গেছে। নগরীর নথুল্লাবাদ বাস
টার্মিনাল, রূপাতলি বাস টার্মিনাল, জেলা খানার মোড়, সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর ও
জিলা স্কুল মোড়ে বিভিন্ন সংগঠনের ব্যাণারে এ বিশুদ্ধ পানি পান করানো হয়েছে।

বিডি ক্লিন কেন্দ্রীয় কমিটি উপ-প্রধান সম্পাদক মাসুদুর রহমান জানান, বরিশাল নগরীর
পাঁচটি স্থানে একমাস ব্যাপী এ আয়োজন করা হয়েছে। যদি গরম এভাবে স্থায়ী থাকে তাহলে
আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, তীব্র গরমে মানুষ বাইরে বের হওয়ার পর
তৃষ্ণার্থ হয়ে বিভিন্ন হোটেল বা সড়কের পাশের দোকানে গিয়ে পানি পান করছে। সেটা
অনেক সময় নিরাপদ নাও হতে পারে তাই আমরা এই আয়োজন করেছি।