বরিশালটুডে ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় মনোনয়ন ফরম জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এরপর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে প্রতীক দেওয়া হবে।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম তিনিই ফরম নেন।
এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হল টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটির।
মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে উৎসবের কেন্দ্রে। শনিবার সকাল থেকেই কর্মীদের নিয়ে কার্যালয়ে জড়ো হন মনোনয়নপ্রত্যাশীরা।
ফরম বিতরণের জন্য সেখানে বেশ কয়েকটি বুথ খোলা হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়ন প্রত্যাশীদের কাছে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এরপর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে প্রতীক দেওয়া হবে।
এবার মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।