বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে সিয়াম (৪) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সৎ মা শারমিন খাতুন(১৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে সৎ মা শারমিন খাতুন।
শনিবার (১৮ নভেম্বর) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।নিহত সিয়াম পিরহাটি গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,গত চারমাস আগে মনিরের প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলে ১ মাস পরে শিশু সিয়ামকে দেখাশোনার জন্য পাশ্ববর্তী ছাতিয়ান গ্রামে আব্দুল মিয়ার মেয়ে শারমিন খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পর সতীনের সন্তান শিশু সিয়ামকে মন থেকে মেনে নিতে পারে নি সৎ মা শারমিন।
স্থানীয়রা আরও জানান,শনিবার মনির বাড়ির পাশে ধান কাটতে ক্ষেতে যায়,এই সুযোগে সৎ মা শারমিন সৎ সন্তান শিশু সিয়ামকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করে।হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে সৎ মা শারমিন খাতুন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,এ ঘটনায় সৎ মা শারমিন খাতুনকে আটক করা হয়েছে।নিহত শিশুর ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।